সাতকানিয়া কেরানীরহাট স্টেশনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন হোটেল নিশাত আবাসিক হোটেল থেকে ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়,২২ অক্টোবর রাতে এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে হোটেল নিশাত এর ১০৫ নং কক্ষ থেকে ১৪০০ পিস ইয়াবা সহ ইয়াছিন আরাফাত (১৯)কে গ্রেফতার করে,আসামী ইয়াছিন ছদাহা আফজল নগর, কাশেম সওদাগরের বাড়ী মৃত ইউসুফ এর ছেলে । এসময় পুলিশ আসার খবর পেয়ে একজন পালিয়ে যায়,পলাতক মোঃ আব্দুল আলম প্রকাশ আলিম(৩৬)সে ছদাহা
ফজুর পাড়া, ২নং ওয়ার্ডের মৃত মোঃ আব্দুল খালেকের ছেলে।
এছাড়াও গ্রেফতার করা হয় অপহরণ মামলার মূল অপহরণ কারী কাঞ্চনা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আবদুল খালেকের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫)এবং তার সহযোগী কিশোর অপরাধী মোঃ সাবির চৌধুরী বাবু (১৬)কে ।
নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়
৩টি জিআর পরোয়ানা ভুক্ত আসামী দিদারুল ইসলাম ইমন (৩০)ও ১ বছরের জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মহিউদ্দিন (৪২)জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোহাম্মদ হোসেন (৩৫),কে ।গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




















