আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচ হারে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। এরপর আশা বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটিই ছিল জয়ের ধারায় ফেরার শেষ সম্বল। কিন্তু সেই আশাও এবার মিলিয়ে গেল হতাশায়। আনকোরা ডাচদের কাছে পাত্তাই পেল না সাকিব বাহিনী। লজ্জার হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করল লাল-সবুজের দল।
শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান করে ডাচরা। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪২.২ ওভারে ১৪২ রানেই গুঁটিয়ে যায় টাইগাররা। এতে ৮৭ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এই হারে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার যে ক্ষীণ আশা জেগে ছিল সেটাও শেষ হয়ে গেল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ