শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত সাংবাদিক রফিক ভূইয়া মারা গেছেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, ওইদিন দুপুরে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিক্শায় করে তিনি প্রেস ক্লাবে যাচ্ছিলেন। এসময় সেগুন বাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরানো ভবনের কাছে বিএনপি-পুলিশের সংঘর্ষে রিকশা থেকে উল্টে পড়ে আহত হন তিনি।
তাকে উদ্ধার করে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাত পেয়ে ভেতরে অনেক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ সাংবাদিক।
তার মৃত্যুতে নিন্দা ও ঘৃণা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
















