১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

৫৮ বছরে শাহরুখ, ভক্তদের সাথে দেখা দিলেন মধ্যরাতে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 82

বলিউডে ২ নভেম্বর মানেই আলাদা এক উৎসব! কারণ এদিন বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এবছর ৫৮ তে পা রাখলেন এই সুপারস্টার। আর প্রতিবারের মত এবারও জন্মদিনের প্রথম প্রহরে নিজ বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভারতের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ।

গতকাল বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের বাইরে। এমনিতেই এই দুই দিন ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয় মহারাষ্ট্র সরকারকে। সবাই অপেক্ষায় থাকেন কখন আসবেন শাহরুখ বাড়ির বাইরে। হাত নাড়বেন। অপেক্ষমান জনতার উদ্দেশে ছুঁড়ে দেবেন এক-দুটো চুমু। অবশেষে রাত বারোটা বাজতে না বাজতেই ভক্তদের সাধ পূরণ করে দিলেন শাহরুখ খান।

এসময় মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মান্নাতের ব্যালকনিতে। আর ততক্ষণে আনন্দে মাতাল হয়েছে ভক্তকূল। একের পর এক আতসবাজি ফাটানো চলছে। পোস্টার হাতে চিৎকার করছে কেউ কেউ। হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে।
এর আগে, নিজেদের ভালোবাসা প্রকাশে বিভিন্ন প্রদেশ থেকে আসা ভক্তরা ‘হ্যাপি বার্থডে শাহরুখ, উই লাভ ইউ’ স্লোগানে মুখরিত করে রাছেন মান্নাত প্রাঙ্গন। রঙবেরঙের ব্যানার, বেলুন, ফুল নিয়ে, আতবাজি ফাটিয়ে, কেক কেটে উদযাপন করেন তারা। প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গায় ভক্তরা সুবিধাবঞ্চিতদের মাঝে পোশাক ও খাবারও বিতরণ করেন।

এদিকে, এবারের জন্মদিনের চমক হিসেবে প্রকাশ্যে এলো মুক্তির অপেক্ষায় থাকা তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘ডাংকি’র টিজার! বৃহস্পতিবার (২ নভেম্বর) শাহরুখের জন্মদিনের একদম সকাল সকালই এসে গেল ‘ডাংকি’র প্রথম টিজার। আগে থেকেই খবর ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হচ্ছে রাজকুমার হিরানির এই ছবি। টিজারেও তেমনটাই আভাস মিলছে।

বিসনেস বাংলাদেশ/এমএইচটি

৫৮ বছরে শাহরুখ, ভক্তদের সাথে দেখা দিলেন মধ্যরাতে

প্রকাশিত : ০৪:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বলিউডে ২ নভেম্বর মানেই আলাদা এক উৎসব! কারণ এদিন বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এবছর ৫৮ তে পা রাখলেন এই সুপারস্টার। আর প্রতিবারের মত এবারও জন্মদিনের প্রথম প্রহরে নিজ বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভারতের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ।

গতকাল বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের বাইরে। এমনিতেই এই দুই দিন ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয় মহারাষ্ট্র সরকারকে। সবাই অপেক্ষায় থাকেন কখন আসবেন শাহরুখ বাড়ির বাইরে। হাত নাড়বেন। অপেক্ষমান জনতার উদ্দেশে ছুঁড়ে দেবেন এক-দুটো চুমু। অবশেষে রাত বারোটা বাজতে না বাজতেই ভক্তদের সাধ পূরণ করে দিলেন শাহরুখ খান।

এসময় মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মান্নাতের ব্যালকনিতে। আর ততক্ষণে আনন্দে মাতাল হয়েছে ভক্তকূল। একের পর এক আতসবাজি ফাটানো চলছে। পোস্টার হাতে চিৎকার করছে কেউ কেউ। হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে।
এর আগে, নিজেদের ভালোবাসা প্রকাশে বিভিন্ন প্রদেশ থেকে আসা ভক্তরা ‘হ্যাপি বার্থডে শাহরুখ, উই লাভ ইউ’ স্লোগানে মুখরিত করে রাছেন মান্নাত প্রাঙ্গন। রঙবেরঙের ব্যানার, বেলুন, ফুল নিয়ে, আতবাজি ফাটিয়ে, কেক কেটে উদযাপন করেন তারা। প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গায় ভক্তরা সুবিধাবঞ্চিতদের মাঝে পোশাক ও খাবারও বিতরণ করেন।

এদিকে, এবারের জন্মদিনের চমক হিসেবে প্রকাশ্যে এলো মুক্তির অপেক্ষায় থাকা তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘ডাংকি’র টিজার! বৃহস্পতিবার (২ নভেম্বর) শাহরুখের জন্মদিনের একদম সকাল সকালই এসে গেল ‘ডাংকি’র প্রথম টিজার। আগে থেকেই খবর ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হচ্ছে রাজকুমার হিরানির এই ছবি। টিজারেও তেমনটাই আভাস মিলছে।

বিসনেস বাংলাদেশ/এমএইচটি