চট্টগ্রামের মিরশ্বরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিরশ্বরাই উপজেলার সাহেরখালী এলাকার মোঃ আকিব (১৯), মোঃ জনি (১৭) ও ইমাম হোসেন (১৬)। এ ব্যাপারে কুমিরা হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে চার বন্ধু কমলদহ থেকে মোটরসাইকেলে করে দ্রুতগতিতে নিজামপুর যাচ্ছিল। তারা মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় পথে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে ডিভাইডারে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।মোটরসাইকেল সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সাথে ধাক্কা, নিহত ৩
-
আবদুল মামুনঃ - প্রকাশিত : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- 55
ট্যাগ :
জনপ্রিয়




















