ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিতে যোগ দিয়ে রাবার বুলেটে বিদ্ধ হন ছাত্রদলের ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ (২২)। ওই সময় তাঁর রক্তাক্ত শরীরের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে গ্রেপ্তার হওয়ার আতঙ্কে ঢাকায় চিকিৎসা না নিয়ে নিজ এলাকায় এসেছিলেন নাহিদ। স্থানীয় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার নাহিদকে ময়মনসিংহ আদালতে হাজির করে নান্দাইল থানার পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পুলিশ বলছে, নাহিদের মোবাইল ফোনে ঢাকায় পুলিশের ওপর হামলা, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে হামলা ছাড়াও বেশ কয়েকটি অপরাধের তথ্য মিলেছে। তবে নাহিদুল তা অস্বীকার করেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















