খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা সাড়ে ২৮লাখ টাকার সিগারেট ভারতীয় সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশ। এসময় সিগারেট পাচারের সাথে জড়িত ট্রাক চালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিগারেট পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (চট্টমেট্রো-শ-১১-৩২০০)।
বৃহস্পতিবার (২৩নভেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অবৈধ ORIS SILVE ব্র্যান্ডের বিদেশী সিগারেট চট্টগ্রাম শহরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানাধীন চেঙ্গি স্কয়ার সংলগ্ন পার্বতী কুলিং কর্ণার এন্ড কনফেকশনারি দোকানের সামনে রাস্তার উপর থেকে সন্দেহ মূলে চট্টমেট্রো-শ ১১-৩২০০, ড্রাম ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে উক্ত গাড়ি থেকে সর্বমোট ১ হাজার ৯শ, কার্টুন ORIS SILVE ব্র্যান্ডের বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সূত্রে জানাগেছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ১ হাজার ৯শ, কার্টুন ORIS SILVE ব্র্যান্ডের
বিদেশী সিগারেট এর বিষয়ে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ ১ হাজার ৯শ, কার্টুন ORIS SILVE ব্র্যান্ডের বিদেশী সিগারেট এর আনুমানিক বাজার মূল্যে ২৮লাখ ৫০হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-ট্রাক চালক মোঃ জামাল (৩৮), চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিন ডেমসা, আশিকের পাড়া, এলাকার বাসিন্দা আবুল কাশেম, এর ছেলে।
হেলপার মোঃ ইয়াসিন (৩১), চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পালেগ্রাম এলাকার মৃত নুর নবী, এর ছেলে।বর্ণিত ঘটনার বিষয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/bh




















