০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সোহম-শ্রাবন্তী জুটির ম্যাজিক, ‘পিয়া রে’র ট্রেলারে

বাংলা সিনেমার হাল ফিরেছে। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভাল বিষয়বস্তুও সাফল্যে পাচ্ছে বক্সঅফিসের নিরিখে। প্রশংসা কুড়োচ্ছে ‘রেনবো জেলি’, ‘সহজ পাঠের গপ্পো’-র মতো সিনেমা। তবে জুটি হিসেবে সাফল্যের ধারাবাহিকতা খুব কম নায়ক-নায়িকাই বজায় রাখতে পেরেছেন। হ্যাঁ, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আজও দর্শকদের ‘দৃষ্টিকোণ’ বদলে দিতে সক্ষম। কিন্তু এই দুই তারকার বাইরে এমন উদাহরণ খুব একটা নেই। তবে জুটির জনপ্রিয়তার কথা উঠলে সোহম-শ্রাবন্তীর নাম নেওয়াই যায়। ‘অমানুষ’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘শুধু তোমারই জন্য’ থেকে ‘কাটমুণ্ডু’- টলিউডের এই জুটিরও সাফল্যের তালিকা বেশ দীর্ঘ।

তালিকায় সম্প্রতি নতুন সংযোজন হল। প্রকাশ্যে এল সোহম-শ্রাবন্তী জুটির নতুন ছবি ‘পিয়া রে’র ট্রেলার। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের এ ছবিতে সোহম-শ্রাবন্তী ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, সোমরাজ মাইতি, সুপ্রিয় দত্তরা। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

সিনেমার দুই মুখ্য চরিত্র রিয়া এবং রবি। রবির নিজের সবটা দিয়ে রিয়াকে ভালোবাসে। রিয়ার প্রেমে রবি এতটাই অন্ধ যে দিন রাত শুধু ওরই কথা ভেবে যায়। রিয়া, রবিকে যতই আঘাত করুক না কেন তাও ও রিয়াকেই সারাজীবন ভালোবেসে যাবে, তাইতো এত জোর দিয়ে রবি বারবার বলে, ‘তুমি চাইলে আমাকে এখনই ছেড়ে চলে যাতে পার, কিন্তু আমি তোমাকেই ভালোবাসব। তুমি আমাকে আঘাত কর, মার, তাও আমি তোমাকেই ভালোবাসব।’

রিয়ার চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধায় এবং রবির ভূমিকায় অভিনয় করেছেন সোহম। গরীব ঘরের মেয়ে রিয়া। কিন্তু সৎ, স্বাবলম্বী, সোজা কথা সোজা ভাবেই পছন্দ করে সে। রূপে নয়, রিয়ার গুণে মুগ্ধ হয়ে রবি তার প্রেমে পড়ে। একটা সুন্দর প্রেমের কাহিনী শুরু হতে না হতেই এন্ট্রি নেয় ভিলেন। সিনেমার হিরোইনকে বিরক্ত করে হিরোর কাছে মার খাওয়ার মতো ভিলেন সে নয়। বরং নায়কের থেকে বেশ শক্তিশালী। রিয়াকে এক আর্থিক কষ্টের সুযোগ নিয়ে তাকে এমন অন্ধকার জগতে পাঠিয়ে দেয়, যেখান থেকে তার ফেরার আর কোনও উপায় নেই।

ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন সোমরাজ মাইতি। টেলিভিশনের হার্টথ্রব সোমরাজ। সোহম, শ্রাবন্তী এবং সোমরাজ ছাড়াও অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত, কাঞ্চন মল্লিক, শুভদ্রা, বুদ্ধদেব ভট্টাচার্য। সিনেমার সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়।

ট্রেলার দেখতে ক্লিক করুন…..

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের পটুয়াখালী ও খুলনা পরিদর্শন ও মতবিনিময় সভা

সোহম-শ্রাবন্তী জুটির ম্যাজিক, ‘পিয়া রে’র ট্রেলারে

প্রকাশিত : ১২:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮

বাংলা সিনেমার হাল ফিরেছে। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভাল বিষয়বস্তুও সাফল্যে পাচ্ছে বক্সঅফিসের নিরিখে। প্রশংসা কুড়োচ্ছে ‘রেনবো জেলি’, ‘সহজ পাঠের গপ্পো’-র মতো সিনেমা। তবে জুটি হিসেবে সাফল্যের ধারাবাহিকতা খুব কম নায়ক-নায়িকাই বজায় রাখতে পেরেছেন। হ্যাঁ, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আজও দর্শকদের ‘দৃষ্টিকোণ’ বদলে দিতে সক্ষম। কিন্তু এই দুই তারকার বাইরে এমন উদাহরণ খুব একটা নেই। তবে জুটির জনপ্রিয়তার কথা উঠলে সোহম-শ্রাবন্তীর নাম নেওয়াই যায়। ‘অমানুষ’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘শুধু তোমারই জন্য’ থেকে ‘কাটমুণ্ডু’- টলিউডের এই জুটিরও সাফল্যের তালিকা বেশ দীর্ঘ।

তালিকায় সম্প্রতি নতুন সংযোজন হল। প্রকাশ্যে এল সোহম-শ্রাবন্তী জুটির নতুন ছবি ‘পিয়া রে’র ট্রেলার। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের এ ছবিতে সোহম-শ্রাবন্তী ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, সোমরাজ মাইতি, সুপ্রিয় দত্তরা। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

সিনেমার দুই মুখ্য চরিত্র রিয়া এবং রবি। রবির নিজের সবটা দিয়ে রিয়াকে ভালোবাসে। রিয়ার প্রেমে রবি এতটাই অন্ধ যে দিন রাত শুধু ওরই কথা ভেবে যায়। রিয়া, রবিকে যতই আঘাত করুক না কেন তাও ও রিয়াকেই সারাজীবন ভালোবেসে যাবে, তাইতো এত জোর দিয়ে রবি বারবার বলে, ‘তুমি চাইলে আমাকে এখনই ছেড়ে চলে যাতে পার, কিন্তু আমি তোমাকেই ভালোবাসব। তুমি আমাকে আঘাত কর, মার, তাও আমি তোমাকেই ভালোবাসব।’

রিয়ার চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধায় এবং রবির ভূমিকায় অভিনয় করেছেন সোহম। গরীব ঘরের মেয়ে রিয়া। কিন্তু সৎ, স্বাবলম্বী, সোজা কথা সোজা ভাবেই পছন্দ করে সে। রূপে নয়, রিয়ার গুণে মুগ্ধ হয়ে রবি তার প্রেমে পড়ে। একটা সুন্দর প্রেমের কাহিনী শুরু হতে না হতেই এন্ট্রি নেয় ভিলেন। সিনেমার হিরোইনকে বিরক্ত করে হিরোর কাছে মার খাওয়ার মতো ভিলেন সে নয়। বরং নায়কের থেকে বেশ শক্তিশালী। রিয়াকে এক আর্থিক কষ্টের সুযোগ নিয়ে তাকে এমন অন্ধকার জগতে পাঠিয়ে দেয়, যেখান থেকে তার ফেরার আর কোনও উপায় নেই।

ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন সোমরাজ মাইতি। টেলিভিশনের হার্টথ্রব সোমরাজ। সোহম, শ্রাবন্তী এবং সোমরাজ ছাড়াও অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত, কাঞ্চন মল্লিক, শুভদ্রা, বুদ্ধদেব ভট্টাচার্য। সিনেমার সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়।

ট্রেলার দেখতে ক্লিক করুন…..