০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে, আশা পররাষ্ট্র মন্ত্রীর

সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মনোনয়ন পাওয়ার পর প্রথম সিলেটে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নেতাকর্মী ও দলীয় সমর্থকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে মনোনিত করেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো যাতে আমি নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিক ভাবে কাজ করতে পারি। নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে এ আশা ব্যাক্ত করেন তিনি।

বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ছাড়াও কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে, আশা পররাষ্ট্র মন্ত্রীর

প্রকাশিত : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মনোনয়ন পাওয়ার পর প্রথম সিলেটে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নেতাকর্মী ও দলীয় সমর্থকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে মনোনিত করেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো যাতে আমি নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিক ভাবে কাজ করতে পারি। নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে এ আশা ব্যাক্ত করেন তিনি।

বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ছাড়াও কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ