১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

৩০ জন প্রতিভাবান ব্যক্তিকে সম্মাননা পুরস্কার প্রদান

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান এবং অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৩০ জন প্রতিভাবান ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে প্রথমা বিজনেস ইনোভেশন ফোরাম (PBIF)। এ উপলক্ষে আয়োজন করা হয় অনুপ্রেরণামূলক বাস্তবতা অনুষ্ঠান ‘সফলতার গল্প ২০২৫’।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত দেশের অন্যতম বিলাসবহুল রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ–এ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ বিচারক রবিউল আউয়াল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমা বিজনেস ইনোভেশন ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকসহ ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এ বছর ব্যবসা, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ৩০ জন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় ‘Medal of Success Award 2025’। সমাজে ইতিবাচক ভূমিকা রেখে নিজেদের কর্ম ও সাফল্যের মাধ্যমে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করায় তাঁদের এই সম্মাননায় ভূষিত করা হয়।

আয়োজকদের মতে, ‘সফলতার গল্প’ কেবল একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; এটি একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম। বাস্তব জীবনের সংগ্রাম, অধ্যবসায় ও নিষ্ঠার গল্প মানুষের মাঝে আত্মবিশ্বাস, সাহস ও এগিয়ে যাওয়ার প্রেরণা জাগিয়ে তোলে এটাই এই আয়োজনের মূল লক্ষ্য।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দুদক এনফোর্সমেন্ট ইউনিট একদিনে ৩টি অভিযান

৩০ জন প্রতিভাবান ব্যক্তিকে সম্মাননা পুরস্কার প্রদান

প্রকাশিত : ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান এবং অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৩০ জন প্রতিভাবান ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে প্রথমা বিজনেস ইনোভেশন ফোরাম (PBIF)। এ উপলক্ষে আয়োজন করা হয় অনুপ্রেরণামূলক বাস্তবতা অনুষ্ঠান ‘সফলতার গল্প ২০২৫’।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত দেশের অন্যতম বিলাসবহুল রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ–এ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ বিচারক রবিউল আউয়াল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমা বিজনেস ইনোভেশন ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকসহ ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এ বছর ব্যবসা, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ৩০ জন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় ‘Medal of Success Award 2025’। সমাজে ইতিবাচক ভূমিকা রেখে নিজেদের কর্ম ও সাফল্যের মাধ্যমে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করায় তাঁদের এই সম্মাননায় ভূষিত করা হয়।

আয়োজকদের মতে, ‘সফলতার গল্প’ কেবল একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; এটি একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম। বাস্তব জীবনের সংগ্রাম, অধ্যবসায় ও নিষ্ঠার গল্প মানুষের মাঝে আত্মবিশ্বাস, সাহস ও এগিয়ে যাওয়ার প্রেরণা জাগিয়ে তোলে এটাই এই আয়োজনের মূল লক্ষ্য।

ডিএস./