নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল পূর্বপাড়া গ্রামে গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে গোয়ালঘরে আগুন লেগে প্রায় ৩,০০,০০০ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা ৫ টি গুরুর মধ্য ২ টি গরু মারা গেছে ১ টি আহত অবস্থায় চিকিৎসা চলছে। ২ টি গরু অক্ষত অবস্থায় আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা পৌরসভার ২ নং ওয়াড সোনাপাতিল পূর্বপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে মোঃ কুদ্দুস তার বাড়িতে গোয়ালঘরে ৫ টি গরু ছিলো। গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে আগুন লেগে গোয়ালঘরে থাকা ৫ টি গরুর মধ্যে ২ টি পুড়ে মারা যায় ১ টি আহত হয় ২ টি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কি করে আগুন লেগেছে কেউ বলতে পারছে না। তবে ধারনা করা হচ্ছে কয়েল থেকে আগুন ধরতে পারে। গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরটি পাট খড়ি দিয়ে বেড়া দেওয়া ছিলো।
নলডাঙ্গা পৌরসভার ২নং ওয়াড কমিশনার মোঃ মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




















