ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবা থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে নবীনগর পৌরসভার আলীয়াবাদ-মাঝিকাড়া রাস্তার পাশের কুচুরিপানার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ, বয়স আনুমানিক ৪০।
জানা গেছে, কুচুরিপানার ডোবায় লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এব্যাপরে ইউডি মামলা হয়েছে।




















