মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণ কোর্সের প্রথম সার্টিফিকেট প্রদান করেছেন দেশের জনপ্রিয় ও সুপরিচিত প্রতিষ্ঠান আইফিক্সস ফাস্ট। আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ছিলো ৩ মাস।
শুক্রবার (১৫ ডিসেম্বর) আইফিক্সস ফাস্ট এর কনভেনশন হলে কোর্সের প্রথম সার্টিফিকেট প্রদান করেন প্রতিষ্ঠানটি। প্রথম দিনে ৫০ জনের ও বেশী ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করেন আইফিক্সস ফাস্ট।
উক্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহীন টেলিকম এর কর্ণধার শাহীন শেখ,বশির টেলিকম এর কর্ণধার বশির আহমেদ, আইফিক্সস ফাস্ট এর স্বপ্নদ্রষ্টা সিইও আকিবুল ইসলাম আরিয়ান, বিজনেস বাংলাদেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার, মাসুদ রানা, আইফিক্সস ফাস্ট সিনিয়র প্রশিক্ষক (ট্রেইনার) বাপ্পী সার্নো, ও সহকারী ট্রেইনার ফারিয়া জাফর প্রমূখ ।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি


























