ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

শীতার্তদের পাশে শেকৃবির ‘আলোকিত মানুষ’

বিগত বছরগুলোর মতো এবারও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’। মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অসহায় মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নিকটস্থ বস্তিবাসীদের মধ্যে কম্বল এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডাইনিং ও ক্যান্টিনের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন শেকৃবি উপ- উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং সংগঠনের চিফ মডারেটর অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি কাজী নাফিস সোয়াদ।

শীতবস্ত্র পাওয়া দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী মো. গণি মিয়া বলেন, এই শীতের মধ্যে শীতের কাপড় ছাড়া খুব কষ্ট হচ্ছিল। আজকে কম্বল পেয়ে খুব ভালো লাগছে। এই সংগঠনের সবার জন্য দোয়া করি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আমরা ‘আলোকিত মানুষ’ কে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিবছর এরকম আয়োজনের জন্য। দিনদিন লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কম্বল এবং অন্যান্য বস্ত্রসামগ্রী বাড়াতে হবে। আমরা আশা করছি এই ধারাটি অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, আজকের এই উষ্ণতা বিতরণ মানবিক গুণাবলীর একটি ভালো কাজ। এই কাজকে আমরা উৎসাহিত করি এবং আয়োজকদের অনেক ধন্যবাদ জানাই।

বিজনেস বাংলাদেশ/এআর

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

শীতার্তদের পাশে শেকৃবির ‘আলোকিত মানুষ’

প্রকাশিত : ০৬:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

বিগত বছরগুলোর মতো এবারও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’। মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অসহায় মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নিকটস্থ বস্তিবাসীদের মধ্যে কম্বল এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডাইনিং ও ক্যান্টিনের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন শেকৃবি উপ- উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং সংগঠনের চিফ মডারেটর অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি কাজী নাফিস সোয়াদ।

শীতবস্ত্র পাওয়া দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী মো. গণি মিয়া বলেন, এই শীতের মধ্যে শীতের কাপড় ছাড়া খুব কষ্ট হচ্ছিল। আজকে কম্বল পেয়ে খুব ভালো লাগছে। এই সংগঠনের সবার জন্য দোয়া করি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আমরা ‘আলোকিত মানুষ’ কে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিবছর এরকম আয়োজনের জন্য। দিনদিন লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কম্বল এবং অন্যান্য বস্ত্রসামগ্রী বাড়াতে হবে। আমরা আশা করছি এই ধারাটি অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, আজকের এই উষ্ণতা বিতরণ মানবিক গুণাবলীর একটি ভালো কাজ। এই কাজকে আমরা উৎসাহিত করি এবং আয়োজকদের অনেক ধন্যবাদ জানাই।

বিজনেস বাংলাদেশ/এআর