অতি আদরের ছোট ভাই মো. মাসুম এর আকষ্মিক মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন বড় ভাইস্বাস্থ্যবিষয়ক লেখক ও সিনিয়র সাংবাদিক,নবীনগর প্রেস ক্লাবের সহ- সভাপতি জ.ই বুলবুল।
তার ছোট ভাই মো. মাসুম (৪৫) এক ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী ছিলেন।
তিনি হার্ট অ্যাটাক করে জাতীয় হৃদরোগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে মারা যান। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।
মো. মাসুম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হকের ছোট ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার বড় ভাই সাংবাদিক জ.ই বুলবুল জানান, আজ বাদ আসর নবীনগরের হুরুয়া স্কুল মাঠে জানাজা শেষে বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হকের কবরের পাশে দাফন করা হবে। তিনি পরিবারের সবার উপস্থিতি ও দোয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

























