রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ফুলবাড়িয়া পরিবারের’ ২০২৩-২৪ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ কমিটির আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন বিদায়ী কমিটির সভাপতি নূর নাসিম ও সাধারণ সম্পাদক উমর ফারুক।
৫০ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুরাদ হোসেনকে নির্বাচিত করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, তানভীর আহমেদ, মোঃ জুয়েল, উম্মে হানি সানজিলা, নুসরাত জাহান কুসুম, আহাদ উল্লাহ রিফাত। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুকুর রহমান মাসুক,আসাদুজ্জামান রবিন, এ. কে. এম. নাইম হাসান,এখলাস উদ্দীন, জাকির হোসেন, কাউছার আহমেদ,শাহিদ হাসান মজনু,আবির হোসাইন, জাহাঙ্গীর আলম।
সাংগঠনিক সম্পাদক পদে, শরীফুল ইসলাম, কামরুজ্জামান কনক,ইসরাফিল, মোঃ রুবেল মাহমুদ, জারিফুল ইসলাম নেহাল, কোষাধ্যক্ষ হিসেবে রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক এম. এইচ. সৌরভ, ছাত্রী বিষয়ক সম্পাদক আরবী আক্তার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হাবিবুল বাশার হৃদয়। এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন আরিফ হোসেন আরিয়ান দিগন্ত,শাকিল আহমেদ, তাসনোভা জান্নাত, দৌলত, আব্দুর রাকিব, ফারদিন হাসান শ্রাবণ, এম. এ. অর্ণব, মোঃ নাজমুল, মোঃ তাহসিন, মুকমিনুল ইসলাম চৌধুরী, ঐশী দাশ, রেদুয়ানা রিষা, বিথি।
কমিটিতে উপদেষ্টা পদে রয়েছেন নূর নাসিম, উমর ফারুক, আশিক ইসলাম, আবিদা সুলতানা, অভিরাম সরকার,রেদওয়ানুল ইসলাম,আল-আমিন, শরিফুল ইসলাম, মশিউর রহমান। উল্লেখ্য,আগামী এক বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করবে।

























