পাবনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর ধোপাঘাটা পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন, ধোপাঘাটা এলাকার মো. সাত্তার শেখের ছেলে মো. মাজেদ শেখ (৪২)।
এবিষয় পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদে গাঁজা ক্রয়-বিক্রিয়ের খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত গাঁজার অনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা। তিনি বলেন, মাদক কারবারি মাজেদ শেখের বিরুদ্ধে এর আগেও আতাইকুলা থানাতে মাদক মামলা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















