চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা তিন অবস্থান কর্মসূচী পালনের পর এবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে যাচ্ছে শিক্ষক সমিতি।
বুধবার (২০ ডিসেম্বর) তৃতীয় দিন অবস্থান কর্মসূচী পালনের শেষে সমাপনী বক্তব্য এ নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী
এ বিষয়ে তিনি বলেন, আন্দোলনরত শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করব।
তিনি আরও বলেন, আমরা একটা ন্যায় সঙ্গত আন্দোলনে আছি। বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রাখার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিলম্বে উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ দাবি করছি। অবস্থান কর্মসূচীর পর এবার প্রতীকী অনশনে যাচ্ছে শিক্ষক সমিতি
বিজনেস বাংলাদেশ/এমএইচটি


























