০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

আমির হোসেন আমু’র নির্বাচনী প্রথম সভা অনু‌ষ্ঠিত

ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টির পাওতা ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যালয় মাঠ প্রঙ্গ‌ণে কুলকাঠি ইউ‌নিয়ন আ‌য়োমীলীগ ও সহ‌যোগী অঙ্গ সংগঠনের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার (২১ ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে দশটায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপল‌ক্ষে প্রথম মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ১৪ দ‌লের মুখপাত্র ও সমন্বয়ক, ঝালকা‌ঠি ২ আস‌নের আ.মীলীগ ম‌নো‌নীত নৌকা প্রতীকের এম‌পি প্রার্থী আলহাজ্ব আ‌মির হো‌সেন আমু ।

সভায় বক্তৃতা করেন জেলা আ’লীগ সভাপ‌তি সর্দার মো. শাহআলম, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা ‌মো. সি‌দ্দিকুর রহমান, উপ‌জেলা আওয়ামীলীগ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা তছ‌লিম উ‌দ্দিন চৌধুরী, ৩নং কুলকা‌ঠি ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু প্রমুক। স্বাগত বক্তব‌্য দেন ঝালকা‌ঠি জেলা আওয়ামীলীগ নেতা মো. স‌রোয়ার হো‌সেন স্বপন মোল্লা প্রমুখ।

সভায় প্রধান অতিথী আলহাজ্ব আমির হোসেন আমু উন্নয়নের ধারা অব্যত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আমির হোসেন আমু’র নির্বাচনী প্রথম সভা অনু‌ষ্ঠিত

প্রকাশিত : ০৫:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টির পাওতা ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যালয় মাঠ প্রঙ্গ‌ণে কুলকাঠি ইউ‌নিয়ন আ‌য়োমীলীগ ও সহ‌যোগী অঙ্গ সংগঠনের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার (২১ ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে দশটায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপল‌ক্ষে প্রথম মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ১৪ দ‌লের মুখপাত্র ও সমন্বয়ক, ঝালকা‌ঠি ২ আস‌নের আ.মীলীগ ম‌নো‌নীত নৌকা প্রতীকের এম‌পি প্রার্থী আলহাজ্ব আ‌মির হো‌সেন আমু ।

সভায় বক্তৃতা করেন জেলা আ’লীগ সভাপ‌তি সর্দার মো. শাহআলম, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা ‌মো. সি‌দ্দিকুর রহমান, উপ‌জেলা আওয়ামীলীগ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা তছ‌লিম উ‌দ্দিন চৌধুরী, ৩নং কুলকা‌ঠি ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু প্রমুক। স্বাগত বক্তব‌্য দেন ঝালকা‌ঠি জেলা আওয়ামীলীগ নেতা মো. স‌রোয়ার হো‌সেন স্বপন মোল্লা প্রমুখ।

সভায় প্রধান অতিথী আলহাজ্ব আমির হোসেন আমু উন্নয়নের ধারা অব্যত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ