রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বহিরাঙ্গন কার্যক্রম দপ্তর ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে নিরাপদ কীটনাশক প্রয়োগ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এবং শুক্রবার (২১ ও ২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ‘পেস্টিসাইড এপ্লিকেশন টেকনোলজি’ এবং ‘প্রোডাক্ট স্টুয়ার্ডশিপ’ শীর্ষক দুইটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
এছাড়া সিনজেনটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজনেস সাস্টেনএবেইলিটি এন্ড এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক মো. শহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. শরমিন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ড. শরমিন চৌধুরী সিনজেনটা পরিচালককে শেকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া আহ্বান করেন। সিনজেনটা পরিচালক তাদের ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন এর জন্য শেকৃবি প্রশাসনকে অনুরোধ করেন এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার ব্যাপারে প্রশাসনকে আশ্বস্ত করেন।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি


























