শেরপুরে ২৪-১২-২৩ তারিখ রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় শেরপুর কর্তৃক শেরপুর সদর থানাধীন দূর্গানারায়নপুর এলাকা হতে ভারতীয় ৭০(সত্তর) পিস মিথাইল অ্যামফিটামিযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেটসহ রাজবল্লভপুর গ্ৰামের মৃত, শাহাদাৎ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শাহ আল রাব্বি (২৪) কে গ্রেফতার করেন উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ শাহ আল রাব্বি (২৪) নিজ হেফাজতে মিথাইল অ্যাৃফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্ধেশে সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০ (ক) ধারায় শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ দায়ের করেন।
এই বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমেকর্মীদের জানান যে উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ বাদী হয়ে মাদক ব্যবসায়ী মোঃ শাহ আল রাব্বি বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।




















