কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
আয়োজনে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব এবং জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে যে আমূল পরিবর্তন করা হয়েছে তারই ধারাবাহিকতায় কৃষি খাতে এমন সাফল্য।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। ভেড়ামারা-দৌলতপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ। কৃষি অফিসার মাহমুদা সুলতানা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















