আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরিশাল-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ।
সোমবার (২৪ ডিসেম্বর) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া,আন্ধারমানিক ও জয়নগর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ, করেন পংকজ নাথ।
উন্নায়নের ধারাকে এগিয়ে নিতে ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়। এলাকার মানুষ ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা।
এছাড়াও গণসংযোগ কালে উপজেলার দড়িচর খাজুরিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ সালাম দেওয়ানের সভাপতিত্বে পথ সভার পাশাপাশি উঠান বৈঠক,১৫ নং জয় নগরে ইউপি চেয়ারম্যান মনির হাওলাদারের সভাপতিত্বে পথসভা করেন পংকজনাথ।
একইদিন সন্ধ্যায় আন্ধারমানিক ইউনিয়নে উঠান বৈঠক করেন তিনি।
ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামীলীগ নৌকার প্রার্থী মেজর (অবঃ) মহসীন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষক লীগ সদস্য ও মেহেন্দিগঞ্জ আ’লীগ সম্পাদক মণ্ডলী সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন বেপারী,কাউন্সিলর সোহেল মোল্লা, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কে এম এস সুমন ফরাজি, কাজিরহাট থানা আ’লীগ সহ-সভাপতি এ্যাডঃ মাহমুদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান, মোস্তফা রাড়ী,মোশারেফ হোসেন সাখাওত সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















