০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কালীগঞ্জে নগদ টাকা ও মালামালসহ ৩ ছিনতাইকারী উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে নেহাল (৩০), মো. নাজমুল হোসেন প্রকাশ ওরফে নাহিদ (২৯) ও মো. সোহেল রানা (৩৩) নামের ৩ ছিনতাইকারী ও নগদ টাকাসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় একইস্থান থেকে ছিনতাইকারীদের আটক করা হয়।

আটককৃত নেহাল টাঙ্গাইলের মির্জাপুর থানার স্বপ্ন মহেরা গ্রামের কামরুজ্জামানের ছেলে নাহিদ ঢাকার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে সোহেল কিশোরগঞ্জের কটিয়াদি থানার গছিয়হাটা গ্রামের আঃ আওয়ালের ছেলে।

ওসি মাহাতাব উদ্দিন জানান, মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় পাকা রাস্তায় নগদ টাকা ও মালামাল ছিনতাই হয়। পরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রাজীব হোসেন, এস আই মোশারফ হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। একটি মামলা দায়েরের পর আটককৃতদের দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

কালীগঞ্জে নগদ টাকা ও মালামালসহ ৩ ছিনতাইকারী উদ্ধার

প্রকাশিত : ০৫:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে নেহাল (৩০), মো. নাজমুল হোসেন প্রকাশ ওরফে নাহিদ (২৯) ও মো. সোহেল রানা (৩৩) নামের ৩ ছিনতাইকারী ও নগদ টাকাসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় একইস্থান থেকে ছিনতাইকারীদের আটক করা হয়।

আটককৃত নেহাল টাঙ্গাইলের মির্জাপুর থানার স্বপ্ন মহেরা গ্রামের কামরুজ্জামানের ছেলে নাহিদ ঢাকার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে সোহেল কিশোরগঞ্জের কটিয়াদি থানার গছিয়হাটা গ্রামের আঃ আওয়ালের ছেলে।

ওসি মাহাতাব উদ্দিন জানান, মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় পাকা রাস্তায় নগদ টাকা ও মালামাল ছিনতাই হয়। পরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রাজীব হোসেন, এস আই মোশারফ হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। একটি মামলা দায়েরের পর আটককৃতদের দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি