কুমিল্লার হোমনায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে নৌকা প্রতীকের এক সমর্থককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মো. ইউছুফ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার এ আদেশ দেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একজন প্রার্থী দলীয় ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্বিশেষে প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একটি এবং প্রতিটি পৌরসভায় বা সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে একটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপনা করতে পারবেন না। এই বিধি অমান্য করে উপজেলার জয়পুর ইউনিয়নে নৌকা প্রতীকের অনুমোদিত একটি ক্যাম্প থাকার পরও ধনু মিয়া রাজাপুর গ্রামে আরেকটি ক্যাম্প স্থাপন করেন। এই অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মো. ইউছুফ হাসান বলেন, জয়পুর ইউনিয়নের শ্রীপুর বাজারে নৌকা প্রতীকের অনুমোদিত একটি ক্যাম্প রয়েছে। ধনু মিয়ার নেতৃত্বে বিধিবহিভর্‚তভাবে একই ইউনিয়নের রাজাপুর গ্রামেও একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়। একারণে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনাকালে তাকে দশ হাজার টাকা জরিমানা এবং ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়।
বিজনেস বাংলাদেশ/একে




















