০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে নেতা-কর্মীদের প্রানচাঞ্চল্য:স্লোগানে মুখর নগরী

দীর্ঘ পাঁচ বছর পর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বরিশাল আওয়ামী লীগ আয়োজিত এই জনসভা আজ শুক্রবার বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জনসভাস্থলের আশপাশে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জন্য ভোট চাবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বান্দ রোড এলাকায় কথা হয় ছাত্রলীগ নেতা জোবায়ের আলমের সঙ্গে। জোবায়ের বলেন, তিনিসহ অনেকেই সকাল সাড়ে দশটার দিকে জনসভাস্থলে উপস্থিত হয়েছেন।

জোবায়ের আলম বলেন, তিনিসহ শত শত নেতা কর্মী সকাল দশটা থেকে সমাবেশস্থলে নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করছেন। বিকেলে জনসভা শুরুর কথা থাকলেও আগেভাগেই এসেছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বরিশালে নির্বাচনী প্রচারণার জনসভায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশাল বিভাগের ছয় জেলায় দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের পাশাপাশি বরিশাল সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে দল থেকে নির্দেশনা দেওয়া রয়েছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় ১০ লাখের বেশি জনসমাগম করার কথা জানিয়েছেন দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা। এ লক্ষ্যে বেশ আগে থেকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রচার–প্রচারণা চালিয়ে আসছেন। জনসভা সফল করতে ও জনসমাগম ঘটাতে দলের পক্ষ থেকে জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং, পোস্টার ও প্রচারপত্র বিলি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের শ্রদ্ধা ও হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে তাকে বরণ করে নিতে বরিশাল প্রস্তুত হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল নগরীকে নতুন রূপে সাজানো হয়েছে। বঙ্গবন্ধু উদ্যানে দশ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

আজ শুক্রবার প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বিকেল ৩টার দিকে। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে নেতা-কর্মীদের প্রানচাঞ্চল্য:স্লোগানে মুখর নগরী

প্রকাশিত : ০৫:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

দীর্ঘ পাঁচ বছর পর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বরিশাল আওয়ামী লীগ আয়োজিত এই জনসভা আজ শুক্রবার বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জনসভাস্থলের আশপাশে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জন্য ভোট চাবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বান্দ রোড এলাকায় কথা হয় ছাত্রলীগ নেতা জোবায়ের আলমের সঙ্গে। জোবায়ের বলেন, তিনিসহ অনেকেই সকাল সাড়ে দশটার দিকে জনসভাস্থলে উপস্থিত হয়েছেন।

জোবায়ের আলম বলেন, তিনিসহ শত শত নেতা কর্মী সকাল দশটা থেকে সমাবেশস্থলে নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করছেন। বিকেলে জনসভা শুরুর কথা থাকলেও আগেভাগেই এসেছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বরিশালে নির্বাচনী প্রচারণার জনসভায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশাল বিভাগের ছয় জেলায় দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের পাশাপাশি বরিশাল সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে দল থেকে নির্দেশনা দেওয়া রয়েছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় ১০ লাখের বেশি জনসমাগম করার কথা জানিয়েছেন দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা। এ লক্ষ্যে বেশ আগে থেকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রচার–প্রচারণা চালিয়ে আসছেন। জনসভা সফল করতে ও জনসমাগম ঘটাতে দলের পক্ষ থেকে জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং, পোস্টার ও প্রচারপত্র বিলি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের শ্রদ্ধা ও হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে তাকে বরণ করে নিতে বরিশাল প্রস্তুত হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল নগরীকে নতুন রূপে সাজানো হয়েছে। বঙ্গবন্ধু উদ্যানে দশ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

আজ শুক্রবার প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বিকেল ৩টার দিকে। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ