ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বোয়ালসতা গ্রামে ডাকাত সন্দেহে জনতার হাতে গনপিঠুনিতে একজন নিহত হয়েছে৷ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১১.৩০ মিনিটে এ ঘটনা ঘটে৷ এলাকাবাসী জানায়, আজ ১৫-২০দিন যাবত আমাদের বোয়ালসতা গ্রাম সহ আশপাশের এলাকায় প্রতিদিনই কারো না কারো বাসায় ডাকাতির ঘটনা ঘটছে৷ আজকে রাত অনুমানিক ১১.৩৫ মিনিটের দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি কালে এলাকা বাসী ধাওয়া দিলে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জনকে ধরে ফেলে এলাকাবাসী৷ পরে জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা ( ওসি) মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার রাত অনুমানিক ১১.৩০ মিনিটে বোয়ালসতা গ্রামে ডাকাত সন্দেহে একব্যক্তি জনতার গনপিঠুনিতে নিহত হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতলে প্রেরন করেছে৷ তবে লোকটির হাত পায়ের নক দেখে মনে হচ্ছে সে মানষিক ভারসাম্যহীন৷ লোকটির পরিচয় এখন জানা যায়নি৷
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















