লালমনিরহাট ২(আদিতমারী কালীগঞ্জ) আসনে নির্বাচন বর্জন না করলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে গলায় অস্ত্র লাগিয়ে হত্যার হুমকী দিয়েছে মুখোষধারী দৃর্বৃত্তরা। নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী(জিডি) করেছেন তিনি। বৃহস্পতিবার(২৮ ডিসেস্বর) দুপুরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছেন লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন।
এর আগে একই দিন ভোরে আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিম পাড়া কিসামত বড়াইবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। থানায় দায়ের করা জিডিতে দেলোয়ার হোসেন দাবি করেন, বৃহস্পতিবার ভোরে ফজরের আজান হলে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যাচ্ছিলেন লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন। এ সময় পথের পাশে বাঁশঝাঁড়ে ওৎপেঁতে থাকা ৩/৪জন মুখোষধারী দুর্বৃত্ত তার পথ রোধ করে গলায় ধারালো অস্ত্র ধরে নির্বাচন করার কারনে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় নির্বাচন বর্জন না করলে তাকেসহ পুরো পরিবারকে হত্যার হুমকী দিলে প্রথম তাদের কথায় রাজি হন। নির্বাচন বর্জন করবেন বলে দুর্বৃত্তদের কাছে শপথ করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত সড়ে যান দুর্বৃত্তরা। পরে প্রার্থী দেলোয়ার হোসেনের আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এলেও দুর্বৃত্তদের দেখতে বা চিনতে পারেননি। এ ঘটনার পর থেকে ওই গ্রামে আতংক বিরাজ করছে। একই সাথে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থকদের মাঝেও আতংক বিরাজ করছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারন ডায়েরী (জিডি) করেন লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন বলেন, বাঁশঝাড় থেকে হঠাৎ দুর্বৃত্তরা বের হয়েই গলায় ধারালো অস্ত্রে আমাকে জিম্মী করে হত্যার চেষ্টা করে। জীবন বাঁচাতে তাদের কথায় রাজি হয়ে নির্বাচন বর্জনের কথা বলি। পরে তারা আমাকে ছেড়ে পালিয়ে যায়। তবে দুর্বুত্তরা মুখোষ পড়া থাকায় চিনতে পারিনি। জিডি করেছি, নিরাপত্তা নিয়ে শ্বঙ্কায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, লাঙ্গলের প্রার্থী জিডি’র আবেদন করলে জিডি হিসেবে গ্রহন করা হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্ত করতে পুলিশ কাজ করছে।
জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও লালমনিরহাট ২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে রয়েছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক, ট্রাক প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী দেলব্বর হোসেন ও এনএনপিপি’র শরিফুল ইসলাম।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















