০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকা মার্কায় ভোট চেয়ে বলেছেন, নির্বাচন বাঞ্চালের যারা ষড়যন্ত্র করছে তাদেরও একদিন উপযুক্ত শাস্তি পেতে হবে। তারাও একদিন শাস্তি পাবে।

আর আন্তজার্তিক পর‌্যায়ে কেউ যদি নাক গলাতে আসে আমরা সেটা মেনে নেবো না। মুক্তিযুদ্ধের সময় পারে নাই, মুক্তিযুদ্ধে বিজয় আমরা অর্জন করেছি। অর্থনৈতিক উন্নয়নের বিজয় সেটাও আমরা অর্জন করে তাদের দেখাবো, যে আমরা পারি।

বিএনপি’র আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে অত্যন্ত দুর্ভাগ্যেরে বিষয় ওই বিএনপি-জামাত জোট মিলে অগ্নি সংযোগ শুরু করেছে। মানুষ হত্যা শুরু করেছে। রেল লাইনে মা-শিশুকে পুড়িয়ে মেরেছে। রাস্তাঘাটে আগুন দেয়। বাসে আগুন দিয়ে পোড়ায়। এই দুর্বৃত্তকতা আমাদের বন্ধ করতে হবে। যে যেখানে আছেন ওই আগুন দেয়া দল, যারা ক্ষতিগ্রস্ত করে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করে ওদেরকে ধরিয়ে দিন। ওদের উপযুক্ত শাস্তি দিন-সেটাই আমি সবার
জন্য আহবান জানাবো।

পদ্মা সেতু নির্মাণে মিথ্যা দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে প্রধামন্ত্রী বলেন, এই দেশকে নিয়ে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। পদ্মা সেতু আমরা তৈরী করেছি। এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র অহেতুক মিথ্যা অপবাদ দিতে চেয়েছিলো, দুর্নীতির অপবাদ দিতে চেয়েছিলো।

প্রধানমন্ত্রী আরো বলেন, জনগনের অধিকার নির্বাচনের অধিকার। ভোটের অধিকার।আওয়ামী লীগ আমরাই শ্লোগান দিয়েছি “আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দেবো”। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করবো। আজকে আমরা ভোট ও ভাতে অধিকার প্রতিষ্ঠা করেছি। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করেছি। আর এই লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো।

তরুনদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, প্রথম বারের ভোট যেন ব্যর্থ না হয়, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে তারুন্যের শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত জায়গায় নিয়ে যেতে হবে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, বাহাউদ্দিন নাসিম এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আয়নাল হোসেনসহ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন অংগ-সংগঠনের নেতাকর্মী ও লক্ষাধিক ভোটার উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তৃতা করেন এবং নিজ আসনের ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

 

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন

প্রকাশিত : ০৬:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকা মার্কায় ভোট চেয়ে বলেছেন, নির্বাচন বাঞ্চালের যারা ষড়যন্ত্র করছে তাদেরও একদিন উপযুক্ত শাস্তি পেতে হবে। তারাও একদিন শাস্তি পাবে।

আর আন্তজার্তিক পর‌্যায়ে কেউ যদি নাক গলাতে আসে আমরা সেটা মেনে নেবো না। মুক্তিযুদ্ধের সময় পারে নাই, মুক্তিযুদ্ধে বিজয় আমরা অর্জন করেছি। অর্থনৈতিক উন্নয়নের বিজয় সেটাও আমরা অর্জন করে তাদের দেখাবো, যে আমরা পারি।

বিএনপি’র আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে অত্যন্ত দুর্ভাগ্যেরে বিষয় ওই বিএনপি-জামাত জোট মিলে অগ্নি সংযোগ শুরু করেছে। মানুষ হত্যা শুরু করেছে। রেল লাইনে মা-শিশুকে পুড়িয়ে মেরেছে। রাস্তাঘাটে আগুন দেয়। বাসে আগুন দিয়ে পোড়ায়। এই দুর্বৃত্তকতা আমাদের বন্ধ করতে হবে। যে যেখানে আছেন ওই আগুন দেয়া দল, যারা ক্ষতিগ্রস্ত করে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করে ওদেরকে ধরিয়ে দিন। ওদের উপযুক্ত শাস্তি দিন-সেটাই আমি সবার
জন্য আহবান জানাবো।

পদ্মা সেতু নির্মাণে মিথ্যা দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে প্রধামন্ত্রী বলেন, এই দেশকে নিয়ে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। পদ্মা সেতু আমরা তৈরী করেছি। এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র অহেতুক মিথ্যা অপবাদ দিতে চেয়েছিলো, দুর্নীতির অপবাদ দিতে চেয়েছিলো।

প্রধানমন্ত্রী আরো বলেন, জনগনের অধিকার নির্বাচনের অধিকার। ভোটের অধিকার।আওয়ামী লীগ আমরাই শ্লোগান দিয়েছি “আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দেবো”। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করবো। আজকে আমরা ভোট ও ভাতে অধিকার প্রতিষ্ঠা করেছি। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করেছি। আর এই লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো।

তরুনদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, প্রথম বারের ভোট যেন ব্যর্থ না হয়, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে তারুন্যের শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত জায়গায় নিয়ে যেতে হবে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, বাহাউদ্দিন নাসিম এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আয়নাল হোসেনসহ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন অংগ-সংগঠনের নেতাকর্মী ও লক্ষাধিক ভোটার উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তৃতা করেন এবং নিজ আসনের ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি