মারধরের পর আগুনে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আবার জমি দখলের চেষ্টা করছেন প্রভাবশালী ব্যাক্তিরা। ঘর পোড়ানোর অভিযোগে মামলা হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নানাভাবে হয়রানীর শিকার হচ্ছেন ভুক্তভোগি কৃষক পরিবারটি।
প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে গতকাল সোমবার সাংবাদিক সম্মেলন করেছেন কৃষক ইছামুদ্দিন। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত আফছার আলীর ছেলে। সেখানেই গত বুধবার রাতে আগুনে তার দুটি ঘর পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। এঘটনায় ২৮ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ছয়জনকে আসামি করে অভিযোগ দিলেও ৩১ ডিসেম্বর রাতে মামলাটি গুরুদাসপুর থানায় গ্রহণ করা হয়। এরআগে গত মাসের ১২ তারিখে মারধরের শিকার থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কিন্তু এসব ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















