০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

মধ্যাহ্নভোজের পর ভোটার পাওয়ার প্রত্যাশা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচনী কর্মকর্তারা বলছেন, মধ্যাহ্নভোজের পর বাড়তে পারে ভোটারের সংখ্যা।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-৭ আসনের নারী ভোটার কেন্দ্র আজিমপুর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম। অনেকটা অলস সময় পার করছেন নির্বাচনের দায়িত্ব নিয়োজিতরা। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৮০ হলেও দুপুর দুইটা পর্যন্ত ভোট পরেছে দুইশ’র কাছাকাছি।

আজিমপুর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মশিউল হক বলেন, ভোটের হার খুবই কম। মোট ভোটার সংখ্যা দেড়টা পর্যন্ত ৬ শতাংশ। কেন যে ভোটার আসছে না বলতে পারবো না, কিন্তু এখন তো অতোটা শীতও না। দেখি দুপুরের পর ভোটার বাড়ে কি না।

এই কেন্দ্রে লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া সাইফুল ইসলাম মিলনের এজেন্ট সাবিনা আক্তার বলেন, আমার বুথে মাত্র ৩০টি ভোট পড়েছে। ভোটের হার খুবই কম। নারী কেন্দ্র হওয়ায় ভোটের হার কম হতে পারে। দেখা যাক বাকি সময়ে কতো ভোট পড়ে।

এই কেন্দ্রের পোলিং অফিসার জসিমউদদীন হাওলাদার বলেন, আমাদের কক্ষে ভালো ভোট পড়ছে। ৪৯৫ জনের মধ্যে ৬০ জন ভোট দিয়েছে। অন্যান্য সময় এতো কম ভোটার থাকে না, এবার খুবই কম উপস্থিতি। যারাও আসছে তারাও প্রথমবারের ভোটার। তরুণরা বেশি আসছে। যেহেতু এই কেন্দ্রে শুধু নারী ভোটার মনে হচ্ছে অনেকে দুপুরের লাঞ্চের পর আসতে পারে।

ঢাকা-৭ আসনে মোট প্রার্থী ছয়জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মাসুদ পাশা, জাসদের ইদ্রিস ব্যাপারি, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোহাম্মদ আফসার আলী, সাংস্কৃতিক মুক্তিজোটের নুরজাহান বেগম।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

মধ্যাহ্নভোজের পর ভোটার পাওয়ার প্রত্যাশা

প্রকাশিত : ০৩:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচনী কর্মকর্তারা বলছেন, মধ্যাহ্নভোজের পর বাড়তে পারে ভোটারের সংখ্যা।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-৭ আসনের নারী ভোটার কেন্দ্র আজিমপুর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম। অনেকটা অলস সময় পার করছেন নির্বাচনের দায়িত্ব নিয়োজিতরা। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৮০ হলেও দুপুর দুইটা পর্যন্ত ভোট পরেছে দুইশ’র কাছাকাছি।

আজিমপুর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মশিউল হক বলেন, ভোটের হার খুবই কম। মোট ভোটার সংখ্যা দেড়টা পর্যন্ত ৬ শতাংশ। কেন যে ভোটার আসছে না বলতে পারবো না, কিন্তু এখন তো অতোটা শীতও না। দেখি দুপুরের পর ভোটার বাড়ে কি না।

এই কেন্দ্রে লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া সাইফুল ইসলাম মিলনের এজেন্ট সাবিনা আক্তার বলেন, আমার বুথে মাত্র ৩০টি ভোট পড়েছে। ভোটের হার খুবই কম। নারী কেন্দ্র হওয়ায় ভোটের হার কম হতে পারে। দেখা যাক বাকি সময়ে কতো ভোট পড়ে।

এই কেন্দ্রের পোলিং অফিসার জসিমউদদীন হাওলাদার বলেন, আমাদের কক্ষে ভালো ভোট পড়ছে। ৪৯৫ জনের মধ্যে ৬০ জন ভোট দিয়েছে। অন্যান্য সময় এতো কম ভোটার থাকে না, এবার খুবই কম উপস্থিতি। যারাও আসছে তারাও প্রথমবারের ভোটার। তরুণরা বেশি আসছে। যেহেতু এই কেন্দ্রে শুধু নারী ভোটার মনে হচ্ছে অনেকে দুপুরের লাঞ্চের পর আসতে পারে।

ঢাকা-৭ আসনে মোট প্রার্থী ছয়জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মাসুদ পাশা, জাসদের ইদ্রিস ব্যাপারি, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোহাম্মদ আফসার আলী, সাংস্কৃতিক মুক্তিজোটের নুরজাহান বেগম।

বিজনেস বাংলাদেশ/একে