বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ নির্বাচনমুখী , কোন ষড়যন্ত্র কাজে আসবে না। গণতন্ত্র রক্ষায় রোজার আগেই নির্বাচন হতে হবে।
শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. খন্দকার মোশাররফ হোসেন এই কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
সভাপতি দাউদউজ্জামান শিকদার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান।
বিএনপির সিনিয়র নেতা ড. মোশাররফ বলেন, যদি মেঘনা-দাউদকান্দি, হোমনা-তিতাস এবং আসন বিন্যাস হয় “ আমি কুমিল্লা -১ ও কুমিল্লা -২ আসনেই নির্বাচন করতে প্রস্তুত রয়েছি ” এবং আমি মনোনয়ন পেলে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নব-গঠিত কমিটির নামের তালিকা ঘোষণা করেন ।
উক্ত অনুষ্ঠান শেষে দেশ সেরা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় ।