ফরিদপুর-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। বেসরকারিভাবে প্রাপ্ত ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হককে চেয়ে ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।