বছর যায় যায়
Z R Zia
কেউ কী জানে
এখানে একজন
আজও তার প্রতীক্ষায় আছে।
কেউ কী জানে
আজও কারও মনে
সে রানীর সিংহাসনে আছে।
কেউ কী জানে
একদিন সে বলেছিল
অপেক্ষায় থাকতে
অপেক্ষায় থাকতে থাকতে
প্রতীক্ষা হয়েছে সেই কবে!
সময় যায় যায়
কেউ আজও তারই প্রতীক্ষায়
আশা ক্ষীণতর
প্রতীক্ষায় কাতরতর
ভুল করে হলেও যদি আসে
যদি আবার সে সামনে দাঁড়ায়
তাকায় লাজুক ভাবে
যদি সলাজ হাসে
একটু কথা কয়
যদি বলে
এই যে…
শুনছেন …
আমি এসেছি … !
বছর যায় যায়
কেউ আজও তারই প্রতীক্ষায়
যদি সে আবার আসে
যদি সে আবার হাসে
যদি বলে থাকতে অপেক্ষায়
থাকবো প্রতীক্ষায়
আরও একশ বছর
এখানে এভাবেই
কেউ আসুক
মিষ্টি করে বলুক
এই যে…
শুনছেন …
আমি এসেছি … !


























