১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

শেকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত লেভেল-১, সেমিস্টার-১ এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৪ (সোমবার) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স অডিটোরিয়ামে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.শহীদুর রশীদ ভূইয়া ।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. অলোক কুমার পাল , কোষাধ্যক্ষ প্রফেসর ড.মো নজরুল ইসলাম ,প্রক্টর প্রফেসর ড.হরুন উর রশীদ । এছাড়াও বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তোমরা এতদিন তোমাদের অভিভাবকের তত্বাবধানে ছিলে। এখানে এসে হয়তো তোমাদের অভিভাবক থাকবে না। কিন্তু তোমাদের কাজগুলো সঠিকভাবে করে যেতে হবে। নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনাকে বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার পূর্বে এ দেশের মানুষ কখনও দুই বেলা পেট ভরে খেতে পারেনি। তখন পুষ্টির কথা চিন্তাই করতো না। এখন আমরা খাদ্যের চাহিদা মিটিয়ে পুষ্টির চাহিদাও মেটাচ্ছি। এ অভাবনীয় সাফল্যের কারিগর এদেশের কৃষিবিদ ও কৃষকগণ। তোমরা একটি সুন্দর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। পরিশ্রম আর আত্মনিবেদন এর মাধ্যমে যে কোন পেশাতে ভালো করা সম্ভব। তোমরা আজকে যে পেশায় এসেছো সেটি অত্যন্ত আনন্দময়, সম্মানের ও ভালো লাগার পেশা। এদেশের যত আবিষ্কার বা উদ্ভাবন তা কৃষিবিদদের চেয়ে অন্য কেউ বেশি করেনি। আমাদের লক্ষ্য কিন্তু একটাই তোমাদের সুযোগ্য গ্রাজুয়েট হিসেবে গড়ে তোলা। আমরা দিনে দিনে বিশ্ববিদ্যালয়ের উন্নতি করছি। সবকিছু নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি, আশা করি তোমরা আমাদের সহযোগীতা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অলোক কুমার পাল বলেন, আজকে তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। অনেক ঝড় ঝাপটা পার হয়ে তোমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। তোমাদের এই স্মরণীয় দিনে আজকে থেকেই প্রতিজ্ঞা রাখবে যে তোমরা সত্যিকারের একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। তাহলেই তোমাদের পিতা-মাতার স্বপ্ন পূরণ হবে। আর একজন সত্যিকারের ভালো মানুষ হতে হলে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়টি ঢাকার কেন্দ্রস্থলে হ‌ওয়ায় এখানে তুমি ভালো খারাপ দুইটাই পাবে। তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে যে তোমরা ভালোটা বেছে নেবে। আমি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের খোঁজ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখানো হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪) থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

শেকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত লেভেল-১, সেমিস্টার-১ এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৪ (সোমবার) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স অডিটোরিয়ামে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.শহীদুর রশীদ ভূইয়া ।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. অলোক কুমার পাল , কোষাধ্যক্ষ প্রফেসর ড.মো নজরুল ইসলাম ,প্রক্টর প্রফেসর ড.হরুন উর রশীদ । এছাড়াও বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তোমরা এতদিন তোমাদের অভিভাবকের তত্বাবধানে ছিলে। এখানে এসে হয়তো তোমাদের অভিভাবক থাকবে না। কিন্তু তোমাদের কাজগুলো সঠিকভাবে করে যেতে হবে। নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনাকে বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার পূর্বে এ দেশের মানুষ কখনও দুই বেলা পেট ভরে খেতে পারেনি। তখন পুষ্টির কথা চিন্তাই করতো না। এখন আমরা খাদ্যের চাহিদা মিটিয়ে পুষ্টির চাহিদাও মেটাচ্ছি। এ অভাবনীয় সাফল্যের কারিগর এদেশের কৃষিবিদ ও কৃষকগণ। তোমরা একটি সুন্দর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। পরিশ্রম আর আত্মনিবেদন এর মাধ্যমে যে কোন পেশাতে ভালো করা সম্ভব। তোমরা আজকে যে পেশায় এসেছো সেটি অত্যন্ত আনন্দময়, সম্মানের ও ভালো লাগার পেশা। এদেশের যত আবিষ্কার বা উদ্ভাবন তা কৃষিবিদদের চেয়ে অন্য কেউ বেশি করেনি। আমাদের লক্ষ্য কিন্তু একটাই তোমাদের সুযোগ্য গ্রাজুয়েট হিসেবে গড়ে তোলা। আমরা দিনে দিনে বিশ্ববিদ্যালয়ের উন্নতি করছি। সবকিছু নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি, আশা করি তোমরা আমাদের সহযোগীতা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অলোক কুমার পাল বলেন, আজকে তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। অনেক ঝড় ঝাপটা পার হয়ে তোমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। তোমাদের এই স্মরণীয় দিনে আজকে থেকেই প্রতিজ্ঞা রাখবে যে তোমরা সত্যিকারের একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। তাহলেই তোমাদের পিতা-মাতার স্বপ্ন পূরণ হবে। আর একজন সত্যিকারের ভালো মানুষ হতে হলে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়টি ঢাকার কেন্দ্রস্থলে হ‌ওয়ায় এখানে তুমি ভালো খারাপ দুইটাই পাবে। তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে যে তোমরা ভালোটা বেছে নেবে। আমি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের খোঁজ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখানো হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪) থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

বিজনেস বাংলাদেশ/একে