উঠান বৈঠক, কর্মীসভা ও লিফলেট বা প্রচারপত্র বিলির মধ্য দিয়ে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী শাহিনুজ্জামান শাহিন।
এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এতে জনসংযোগ ও মনোনয়ন প্রাপ্তির প্রতিযোগিতায় আরো বেশি ব্যস্ত হয়ে উঠেছেন তিনি।
এ উপলক্ষ্যে বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাটখালি ইউনিয়নের নুরুদ্দিনপুর গ্রামের হাটবাজার সহ বিভিন্ন প্রান্তে লিফলেট বা প্রচারপত্র বিতরণ করেছেন শাহিন। এসময় একটি উঠান বৈঠকেও যোগ দেন তিনি।
শাহিন জানান, গতবারের নির্বাচনে দলের আস্থায় নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। উপজেলার মানুষ ভালবেসে ভোট দেয়ায় নির্বাচিত হয়েছিলাম। চেষ্টা করেছি সুজানগরকে সুন্দর একটি উপজেলায় রুপ দেবার। অনেক কাজই বাস্তবায়ন করেছি, বাকীও রয়েছে কিছু। এবারও দল আস্থা রাখলে ও মানুষ ভালোবেসে ভোট দিলে অসম্পন্ন কাজটুকু সম্পন্ন করতে চাই। একটি সুন্দর ও সুশৃঙ্খল উপজেলা সুজানগরনাসীকে উপহার দিতে চাই।
তিনি জানান, বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করছি, তাদের সুবিধা-অসুবিধা ও অভিযোগ-অনুযোগ শুনছি। আমার কৃত ভুল কেউ জানালে চেষ্টা করছি সেগুলোর যেনো পুনরাবৃত্তি না হয়। শাসক নয় উপজেলাবাসীর সেবক হিসেবে তাদের হৃদয়ে স্থান করতে চাই। মনোনয়ন পাওয়া ও বিজয় নিয়ে শাহিন জানান, দলের প্রতি আমার আস্থা রয়েছে। অবশ্যই যোগ্য ব্যক্তিই মূল্যায়িত হবেন। এব্যাপারে আমি আশাবাদী। এছাড়া সাধারণ মানুষের সাথে কথা বলে বিজয়ের ব্যাপারে ইতিবাচক সাড়াই পেয়েছি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, হাটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ খান, সুজানগর উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুছ আলী বাদশা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, হাটখালি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম বিদ্যুৎ ও মানিকহাট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক শেখ সহ স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতারা।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি






















