জামালপুর শহরের তিনটি প্রাইভেট হাসপাতালের লাইসেন্স না থাকায় অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকালে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার এর নেতৃত্বে শহরের মিয়াপাড়ার আমিনা হাসপাতাল, পাঁচ রাস্তা মোর সংলগ্ন এশিয়ান জেনারেল হাসপাতাল ও জিয়া কলেজ মোড় শফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকায় অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়। জানা যায়, শুধুমাত্র লাইসেন্সের আবেদন দিয়েই দীর্ঘদিন থেকে অপারেশন ও স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে আসছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার জানান, লাইসেন্স না থাকায় জামালপুর পৌরসভার অন্তর্গত শহরের নিউ আমিনা হাসপাতাল, এশিয়ান জেনারেল হাসপাতাল ও শফিক হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত অপারেশন ও হাসপাতাল কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















