বন্য হাতির তান্ডবে সিট নং ০২ এর আওতাধীন একটি রাবার প্লান্টেশন ২৫ একর করে তিনটি রাবার প্লান্টেশন সর্বমোট ৭৫ একর জায়গার উপর বানিজ্যিক ভাবে সৃজিত রাবার বাগানের প্রায় ২৫০টি রাবার গাছ পাহাড়ি বন্য হাতি নষ্ট করে ফেলেছে।
পার্বত্য বান্দরবানের লামা উপজেলার আওতাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন,০৪ নং ওয়ার্ডের কুমারীতে,মেসার্স জুয়েল রাবার প্লান্টার্স, মেসার্স কন্টিনেন্টাল ট্রেডার্স ও মেসার্স কাকলী এডভার টাইজিং ২৫ একর, সর্বমোট ৭৫ একর জায়গার উপর সৃজিত রাবার বাগানে গত একমাস যাবত পাহাড়ি হাতির পাল তান্ডব চালিয়ে যাচ্ছে। দিবারাত্রি পাহাড়ী হাতির তান্ডবে প্রায় ২৫০ টি গাছ ভেঙ্গে ফেলেছে। এতে আনুমানিক ১০-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাগানের দায়িত্বে থাকা ম্যানেজার, আব্দুল মাজেদ বলেন, গত এক মাস যাবত দিবারাত্রি একটি পাহাড়ি হাতির পাল আমার বাগানে তান্ডব চালাচ্ছে। হাতি গুলো তাড়াতে গেলে উল্টো আমাদের উপর হামলা চালায়। আমার অনেক গুলো গাছ ভেঙ্গে ফেলেছে। এতে আমার মালিকের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাহাড়ি হাতির পালের মধ্যে ছোট ছোট বাচ্চা থাকায় আমরা হাতি তাড়াতে গেলে উল্টো আমাদের উপর হামলা চালায়, যার কারণে আমরা হাতি গুলো তাড়াতেও পারছিনা। দিন রাত নির্ঘুম কাটিয়েও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। বাগানের শ্রমিক সকালে রাবারের রস তুলতে যেতে চাইনা হাতির ভয়ে।
তিনি আরো বলেন,আমি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ি হাতির তান্ডবে বাগানের অনেক গুলো গাছ নষ্ট হয়ে গেছে৷ রাবার গাছ গুলো দুমড়েমুচড়ে একেবারে নষ্ট করে ফেলেছে।
পার্শ্ববর্তী আলমগীর বলেন, দিন রাত কোন ঠিকঠিকানা নেই, যে কোন মুহূর্তে চলে আসে হাতি। আমাদের জীবনের ঝুঁকি রয়েছে। হাতির পালে বাচ্চা হাতি থাকার কারণে আমরা হাতি গুলো তাড়াতে পারছিনা। হাতি তাড়াতে গেলে উল্টো আমাদের উপর হামলা করে। আমরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।




















