০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বাইউস্ট ইংরেজি বিভাগের শিক্ষাসফর-২০২৪ অনুষ্ঠিত

‘I am a part of all that I have met’,  ইউলিসিস কবিতায় ইউলিসিস নিজের সাথে সংশ্লিষ্ট সবকিছুকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। গ্রীক মিথলজির আলোচিত-সমালোচিত চরিত্র ইউলিসিস ভ্রমনের মাঝ্যমে তার জানাশোনা ও জ্ঞানের পরিধি সমৃদ্ধকে করেন। এ সূত্রে শিক্ষার্থীদেরকে প্রকৃতির কাছাকাছি দাঁড় করাতে বাইউস্ট ইংরেজি বিভাগ গতো ৮ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার  রাঙামাটিতে এক শিক্ষসফরের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন বিভাগের পাঁচজন শিক্ষক ও ১২৩ জন শিক্ষার্থী। বহুল কাঙ্ক্ষিত শিক্ষাসফরটি শুরু হয় কুমিল্লা টউনহল চত্বর থেকে ৭ ফেব্রুয়ারী রাত ১২ ঘটিকায় এবং শেষ হয় ৮ ফেব্রুয়ারী রাত ১১ ঘটিকায়।

 

ইংরেজি বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ শিক্ষাসফরের কনভেনর ছিলেন জনাব মোঃ আবদুর রশিদ,  সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। অনুষদ সদস্যদের মাঝে সফরে অংশগ্রহণ করেন,  জনাব কাজী শহিদুল ইসলাম,  সহকারী অধ্যাপক; জনাব হাবিবুর রহমান,  সহকারী অধ্যাপক; জনাব হাসিবুল ইসলাম, সহকারী অধ্যাপক ও জনাব শাহ জোবায়ের হোসাইন, প্রভাষক।

 

এশিয়া লাইনের ৩ টি বাস যোগে সফরটি শুরু হয় কুমিল্লা থেকে এবং সকাল  ৬ ঘটিকায় রাঙামাটি পৌছে। সফরকারী দল  ঝুলন্ত ব্রিজ, আদিবাসী বাজার, ওয়ারেং রেস্টুরেন্ট, পলওয়েল পার্ক ও কাপ্তাই লেক ভ্রমন করে। শিক্ষার্থীরা লেকের অপরূপ সৌন্দর্য্যে ও আদিবাসীদের সংস্কৃতি   দেখে বিমোহিত হয়। এ সফরে অন্যতম আকর্ষন ছিলো র্যাফেল ড্র এর পর্ব। এই পর্বে সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহন করে এবং আকর্ষনীয় পুরস্কার  জিতে নেন।

পলওয়েল পার্কের সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে শেষ হয় এই সুন্দর সফরটি। পার্ক থেকে  বিকেল ৫ ঘটিকায় সবাই  কুমিল্লার উদেশ্যে ফিরতি যাত্রা শুধু করে এবং রাত ১১ ঘটিকায় কুমিল্লায় পৌছে।

 

শিক্ষা জীবনে শিক্ষাসফর এর গুরুত্ব অপরিসীম। সফর থেকে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে। এই সফরটি ছিলো তারই প্রতিফলন। পুরো  সফর জুড়ে সবার মাঝে ছিলো উল্লাস, উদ্দীপনা আর উৎফুল্লতা।

ট্যাগ :

বাইউস্ট ইংরেজি বিভাগের শিক্ষাসফর-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

‘I am a part of all that I have met’,  ইউলিসিস কবিতায় ইউলিসিস নিজের সাথে সংশ্লিষ্ট সবকিছুকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। গ্রীক মিথলজির আলোচিত-সমালোচিত চরিত্র ইউলিসিস ভ্রমনের মাঝ্যমে তার জানাশোনা ও জ্ঞানের পরিধি সমৃদ্ধকে করেন। এ সূত্রে শিক্ষার্থীদেরকে প্রকৃতির কাছাকাছি দাঁড় করাতে বাইউস্ট ইংরেজি বিভাগ গতো ৮ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার  রাঙামাটিতে এক শিক্ষসফরের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন বিভাগের পাঁচজন শিক্ষক ও ১২৩ জন শিক্ষার্থী। বহুল কাঙ্ক্ষিত শিক্ষাসফরটি শুরু হয় কুমিল্লা টউনহল চত্বর থেকে ৭ ফেব্রুয়ারী রাত ১২ ঘটিকায় এবং শেষ হয় ৮ ফেব্রুয়ারী রাত ১১ ঘটিকায়।

 

ইংরেজি বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ শিক্ষাসফরের কনভেনর ছিলেন জনাব মোঃ আবদুর রশিদ,  সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। অনুষদ সদস্যদের মাঝে সফরে অংশগ্রহণ করেন,  জনাব কাজী শহিদুল ইসলাম,  সহকারী অধ্যাপক; জনাব হাবিবুর রহমান,  সহকারী অধ্যাপক; জনাব হাসিবুল ইসলাম, সহকারী অধ্যাপক ও জনাব শাহ জোবায়ের হোসাইন, প্রভাষক।

 

এশিয়া লাইনের ৩ টি বাস যোগে সফরটি শুরু হয় কুমিল্লা থেকে এবং সকাল  ৬ ঘটিকায় রাঙামাটি পৌছে। সফরকারী দল  ঝুলন্ত ব্রিজ, আদিবাসী বাজার, ওয়ারেং রেস্টুরেন্ট, পলওয়েল পার্ক ও কাপ্তাই লেক ভ্রমন করে। শিক্ষার্থীরা লেকের অপরূপ সৌন্দর্য্যে ও আদিবাসীদের সংস্কৃতি   দেখে বিমোহিত হয়। এ সফরে অন্যতম আকর্ষন ছিলো র্যাফেল ড্র এর পর্ব। এই পর্বে সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহন করে এবং আকর্ষনীয় পুরস্কার  জিতে নেন।

পলওয়েল পার্কের সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে শেষ হয় এই সুন্দর সফরটি। পার্ক থেকে  বিকেল ৫ ঘটিকায় সবাই  কুমিল্লার উদেশ্যে ফিরতি যাত্রা শুধু করে এবং রাত ১১ ঘটিকায় কুমিল্লায় পৌছে।

 

শিক্ষা জীবনে শিক্ষাসফর এর গুরুত্ব অপরিসীম। সফর থেকে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে। এই সফরটি ছিলো তারই প্রতিফলন। পুরো  সফর জুড়ে সবার মাঝে ছিলো উল্লাস, উদ্দীপনা আর উৎফুল্লতা।