পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দল যাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করবে, তাকে সমর্থন দেবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তবে তারা সরকারে যোগ দেবে না। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ কথা বলেন।
তিনি বলেন, পিপিপি ফেডারেল পর্যায়েও কোনো মন্ত্রিত্ব চাইবে না। আমরা চাই না পাকিস্তানে আরেকটি নির্বাচন হোক। আরেকটি সাধারণ নির্বাচনের দিকে গেলে তা কেবল দেশের ক্ষতিই করবে।
তিনি আরও বলেন, পিপিপি যদি পিএমএল-এনকে সমর্থন না দিত, তাহলে দেশের ক্ষতি হতো। পিপিপি শুধু ভোটের ফলাফল নিয়ে আপত্তি তোলা দল হতে চায় না। আমরা চাই কেন্দ্রে একটি সরকার গঠিত হোক এবং সেটি কার্যকর হোক। পিপিপি চেয়ারম্যান বলেছেন যে, তিনি ব্যক্তিগতভাবে আসিফ আলী জারদারিকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে চান। কারণ পাকিস্তান যখন পুড়ছে, তখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র জারদারিরই আছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ