“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ দিবা-নিশি, উন্নয়নের ধারাবাহিকতা, বজায় রাখছে স্মার্ট কৃষি” প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে কৃষিবিদ দিবস।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে কৃষিবিদ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা আয়োজন করা হয়।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুস শহীদ । আরো উপস্থিত ছিলেন কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন , কৃষি মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ওয়াহিদা আক্তার, কেআইবি মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স এবং দেশবরেণ্য কৃষিবিদরা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, কৃষিবিদদের একটা মর্যাদা আছে, যেটা বঙ্গবন্ধু আপনাদের দিয়েছিলেন এবং আমি বিশ্বাস করি আপনারা এই মর্যাদা ধরে রেখেছেন। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ফসলি জমির পরিমাণও কমে যাচ্ছে। কিন্তু আজ কৃষিবিদদের বিজ্ঞানভিত্তিক মনস্তাত্ত্বের ফল এই যে, সাড়ে সাত কোটি মানুষের খাবারকে আপনারা ষোল কোটি মানুষের খাবারে পরিণত করেছেন।
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেন, কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবিত যন্ত্রপাতি আমাদের সময় বাঁচাচ্ছে, আমাদের উৎপাদন বাড়াচ্ছে। আমরা বিশ্বাস করি , বাংলাদেশের কৃষকের উন্নতি হলেই দেশের উন্নতি হবে।
বাহাউদ্দিন নাছিম বলেন, সকল কৃষিবিদদের জন্য এই দিনটি মর্যাদার দিন, ঐতিহাসিক দিন। এই দিনটি পালনের জন্য কোন দলের সদস্য হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের সকল কৃষিবিদদের উচিত এই দিনটির প্রতি, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো। আমরা আগামী দিনেও সকলে মিলে আমাদের এই দেশটিকে গড়ে তুলতে চাই। এছাড়াও তিনি সকল ভেদাভেদের রেখা ভূলে সংবিধান অনুযায়ী কেআইবিতে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের কথা বলেন। এই নির্বাচন এর তত্ত্বাবধানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহমান এবং কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুস শহীদ থাকবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। এরপর ২০১০ সালের ২৭ নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) তে এক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি সারাদেশে কৃষিবিদ দিবস পালিত হয়ে আসছে।
বিজনেস বাংলাদেশ/একে