আজ অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সংরক্ষিত আসনে ৪৮ জন নারী প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। বিকেলে তাদের নাম ঘোষণা করা হয়। যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তারা হলেন; পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রুপদী দেবী আগারওয়াল, নীলফামারির আশিকা সুলতানা, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, নাটোরের কুহেলী কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের যারা জেবিন মাহবুব, খুলনার রুনি রেজা, বাগেরহাটের ফরিদা, বরগুনার ফারজানা সুমি, ভোলার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার, নেত্রকোণার নাদিরা বিনতে আমিন, কুমিল্লার এরোমা দত্ত।
সাতক্ষীরার লাইলা পারভীন, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদুরা আহমেদ সালাম, ঢাকার শবনম জাহান, সানজিদা খানম, রংপুরের ববি, বরিশালের শাম্মী আহমেদ, মুঞ্চিগঞ্জের ফজিলাতুন্নেছা, ঢাকার শেখ আনার কলি পুতুল, নরসিংদীর মাসুদা সিদ্দিক, টাঙ্গাইলের তারানা হালিম, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, গোপালগঞ্জের নাজমা আক্তার, লক্ষীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, চট্টগ্রাম শামিমা হারুন, দিলারা ইউসুফ, ওয়াসিকা, নোয়াখালীর ফরিদা খানম, ১৪ দলের আনান আরা বেগম।
বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি (দলীয় স্বতন্ত্রদের ১০টিসহ) পাবে আওয়ামী লীগ। এই ৪৮টি আসনের বিপরীতে ১৫৪৯ নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬-৮ ফেব্রুয়ারি প্রতিটি ৫০ হাজার টাকা মূল্যের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।