০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দিল্লিতে কারখানায় আগুন, নিহত ১১

ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া এক পুলিশ সদস্যসহ চারজন আহত এবং দুইজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, দয়ালপুরের ওই কারখানায় বিস্ফোরণের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটি থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এজন্য তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে একজন পুলিশ সদস্যসহ চারজন দগ্ধ হয়েছেন। একইসঙ্গে দুইজন নিখোঁজ রয়েছেন।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, একটি বিকট শব্দ হওয়ার পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইনকৃত ১৬ বাংলাদেশীকে উদ্ধার করলো বিজিবি

দিল্লিতে কারখানায় আগুন, নিহত ১১

প্রকাশিত : ১২:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

ভারতের দিল্লিতে একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া এক পুলিশ সদস্যসহ চারজন আহত এবং দুইজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, দয়ালপুরের ওই কারখানায় বিস্ফোরণের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটি থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এজন্য তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে একজন পুলিশ সদস্যসহ চারজন দগ্ধ হয়েছেন। একইসঙ্গে দুইজন নিখোঁজ রয়েছেন।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, একটি বিকট শব্দ হওয়ার পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

বিজনেস বাংলাদেশ/একে