০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নাক দিয়ে রক্ত পড়লে যা করবেন

নাসারন্ধ্রের মধ্যে রক্তনালি থেকে রক্তক্ষরণের কারণে নাক দিয়ে রক্ত পড়ে। এটি খুব সাধারণ একটি ব্যাপার। নাক দিয়ে রক্ত পড়া নিজে কোনো রোগ নয়, বরং এটি বিভিন্ন রোগের লক্ষণ মাত্র। চিকিৎসা পরিভাষায় নাক দিয়ে রক্ত পড়াকে অ্যাপিসট্যাক্সিস বলে।

যেকোনো মানুষের হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তে পারে। বিশেষ করে ছোট ছেলেমেয়েদের মধ্যে এই উপসর্গ দেখা যায়। এটি নাকের এক পাশ দিয়ে অথবা উভয় পাশ দিয়ে হতে পারে।

নাক দিয়ে রক্ত পড়া অধিকাংশ ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিলে কখনো কখনো এতে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

কারণ:-

বিভিন্ন কারণে নাক দিয়ে রক্তপাতের ঘটনা ঘটে, যেমন–

নাকে আঘাত
জোরপূর্বক বারবার হাঁচি
নাকে খোঁচাখুঁচি করা
মাথার খুলি ফেটে যাওয়া

এগুলো ছাড়াও নাকের পলিপ, সাইনোসাইটিস, প্রদাহ ইত্যাদি কারণেও রক্তপাত হতে পারে।

নাক ছাড়াও শরীরের অন্যান্য জায়গায়, বিশেষ করে মাথায় আঘাত, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রক্তস্বল্পতা বা অন্য কোনো রক্ত রোগে, রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, এমন কোনো রোগ, যেমন : প্লাটিলেট কমে যাওয়া, লিউকোমিয়া বা রক্তের ক্যানসার ইত্যাদিতে নাক দিয়ে রক্তপাত হতে পারে।

যা করবেন:-

রোগীকে একটি চেয়ারে সামনের দিকে ঝুঁকে বসান।
রোগীকে মুখ দিয়ে শ্বাস নিতে বলুন এবং নাকের নরম অংশ চেপে ধরতে বলুন।
যদি মুখের মধ্যে কোনো রক্ত থাকে, তাহলে রোগীকে বলুন সেটা থুতুর সঙ্গে ফেলে দিতে।
রক্ত গিলে খেলে বমি হতে পারে।
১০ মিনিট পর নাক ছেড়ে দিন।
রোগীকে মাথা তুলতে বারণ করুন।
রক্তপাত বন্ধ করার সময় রোগীকে দুশ্চিন্তা করতে নিষেধ করবেন।
৩০ মিনিটেও রক্তক্ষরণ বন্ধ না হলে চিকিৎসকের পরামর্শ নিন।

ট্যাগ :
জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি চলছে

নাক দিয়ে রক্ত পড়লে যা করবেন

প্রকাশিত : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮

নাসারন্ধ্রের মধ্যে রক্তনালি থেকে রক্তক্ষরণের কারণে নাক দিয়ে রক্ত পড়ে। এটি খুব সাধারণ একটি ব্যাপার। নাক দিয়ে রক্ত পড়া নিজে কোনো রোগ নয়, বরং এটি বিভিন্ন রোগের লক্ষণ মাত্র। চিকিৎসা পরিভাষায় নাক দিয়ে রক্ত পড়াকে অ্যাপিসট্যাক্সিস বলে।

যেকোনো মানুষের হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তে পারে। বিশেষ করে ছোট ছেলেমেয়েদের মধ্যে এই উপসর্গ দেখা যায়। এটি নাকের এক পাশ দিয়ে অথবা উভয় পাশ দিয়ে হতে পারে।

নাক দিয়ে রক্ত পড়া অধিকাংশ ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিলে কখনো কখনো এতে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

কারণ:-

বিভিন্ন কারণে নাক দিয়ে রক্তপাতের ঘটনা ঘটে, যেমন–

নাকে আঘাত
জোরপূর্বক বারবার হাঁচি
নাকে খোঁচাখুঁচি করা
মাথার খুলি ফেটে যাওয়া

এগুলো ছাড়াও নাকের পলিপ, সাইনোসাইটিস, প্রদাহ ইত্যাদি কারণেও রক্তপাত হতে পারে।

নাক ছাড়াও শরীরের অন্যান্য জায়গায়, বিশেষ করে মাথায় আঘাত, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রক্তস্বল্পতা বা অন্য কোনো রক্ত রোগে, রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, এমন কোনো রোগ, যেমন : প্লাটিলেট কমে যাওয়া, লিউকোমিয়া বা রক্তের ক্যানসার ইত্যাদিতে নাক দিয়ে রক্তপাত হতে পারে।

যা করবেন:-

রোগীকে একটি চেয়ারে সামনের দিকে ঝুঁকে বসান।
রোগীকে মুখ দিয়ে শ্বাস নিতে বলুন এবং নাকের নরম অংশ চেপে ধরতে বলুন।
যদি মুখের মধ্যে কোনো রক্ত থাকে, তাহলে রোগীকে বলুন সেটা থুতুর সঙ্গে ফেলে দিতে।
রক্ত গিলে খেলে বমি হতে পারে।
১০ মিনিট পর নাক ছেড়ে দিন।
রোগীকে মাথা তুলতে বারণ করুন।
রক্তপাত বন্ধ করার সময় রোগীকে দুশ্চিন্তা করতে নিষেধ করবেন।
৩০ মিনিটেও রক্তক্ষরণ বন্ধ না হলে চিকিৎসকের পরামর্শ নিন।