০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

৭ দফা দাবিতে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে ও বাড়ী ভাড়া ৪৫ শতাংশ বৃদ্ধি ও এমপিওভুক্তিসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৪৫ শতাংশ নির্ধারণ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা প্রদান, শতভাগ উৎসব ভাতা নিশ্চিতকরণ, প্রস্তাবিত ১ হাজার ৮৯টি ইবতেদায়ি মাদরাসাকে দ্রুত এমপিওভুক্ত করা, নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া পরিশোধ এবং স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা বুঝে পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে জেলা সভাপতি অধ্যাপক আবদুল জলিলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষক অংশ নেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সমানে এক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, অথচ শিক্ষক সমাজ আজও অবহেলিত। দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।

তারা অভিযোগ করেন, অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনা পরিশোধে অনৈতিক বিলম্বের কারণে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে বিম+ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

৭ দফা দাবিতে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে ও বাড়ী ভাড়া ৪৫ শতাংশ বৃদ্ধি ও এমপিওভুক্তিসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৪৫ শতাংশ নির্ধারণ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা প্রদান, শতভাগ উৎসব ভাতা নিশ্চিতকরণ, প্রস্তাবিত ১ হাজার ৮৯টি ইবতেদায়ি মাদরাসাকে দ্রুত এমপিওভুক্ত করা, নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া পরিশোধ এবং স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা বুঝে পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে জেলা সভাপতি অধ্যাপক আবদুল জলিলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষক অংশ নেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সমানে এক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, অথচ শিক্ষক সমাজ আজও অবহেলিত। দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।

তারা অভিযোগ করেন, অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনা পরিশোধে অনৈতিক বিলম্বের কারণে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ডিএস./