০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

কালীগঞ্জে বিম+ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ এনার্জি এক্সেস টু মডার্নাইজেশন (বিম+) প্রকল্পের “রেফারেল রিওয়ার্ডস উইন্ডো”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের সিকাল্ব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “বৈদ্যুতিক চুলা কমায় খরচ, পরিবার হয় স্বচ্ছল, পরিবেশ রাখে দূষণমুক্ত – সুনির্মল।”

এ সময় উপস্থিত ছিলেন এসএনভি-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আফ্রিদা আহমেদ অর্থী, পিএমই অফিসার শামীম জাহান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট খালিদ বিন সিদ্দীক, আইপিএসভি মো. রুহুল আমিন ও ইন্টার্ন সাদিয়া খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈদ্যুতিক চুলার ব্যবহার শুধু পরিবারের অর্থনৈতিক সাশ্রয়ই ঘটায় না, বরং বায়ু দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে এসএনভি’র গ্রাহক, ইকুকার ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

সবার অংশগ্রহণে প্রকল্পটির সফল সমাপ্তি উদযাপন করা হয় এবং ভবিষ্যতে টেকসই জ্বালানি ব্যবহারে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে বিম+ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

কালীগঞ্জে বিম+ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত : ০৫:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ এনার্জি এক্সেস টু মডার্নাইজেশন (বিম+) প্রকল্পের “রেফারেল রিওয়ার্ডস উইন্ডো”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের সিকাল্ব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “বৈদ্যুতিক চুলা কমায় খরচ, পরিবার হয় স্বচ্ছল, পরিবেশ রাখে দূষণমুক্ত – সুনির্মল।”

এ সময় উপস্থিত ছিলেন এসএনভি-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আফ্রিদা আহমেদ অর্থী, পিএমই অফিসার শামীম জাহান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট খালিদ বিন সিদ্দীক, আইপিএসভি মো. রুহুল আমিন ও ইন্টার্ন সাদিয়া খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈদ্যুতিক চুলার ব্যবহার শুধু পরিবারের অর্থনৈতিক সাশ্রয়ই ঘটায় না, বরং বায়ু দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে এসএনভি’র গ্রাহক, ইকুকার ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

সবার অংশগ্রহণে প্রকল্পটির সফল সমাপ্তি উদযাপন করা হয় এবং ভবিষ্যতে টেকসই জ্বালানি ব্যবহারে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

ডিএস./