০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য শেষে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি দেবেন্দ্রনাথ উরাঁও।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, বিসিক জেলা কার্যালয়ের সপ্রসারণ কর্মকর্তা আব্দুর রহিমসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং জেলার উদ্যোক্তাগন।

১০ দিনব্যাপী এ মেলার মেলার ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে তাদের পণ্য পদর্শণ ও বিক্রয় করবে।

উল্লেখ্য, মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ১০ মার্চ বিকেলে সমাপণী অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিক কর্মকর্তা মোঃ আবু হোসেন।

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

প্রকাশিত : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য শেষে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি দেবেন্দ্রনাথ উরাঁও।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, বিসিক জেলা কার্যালয়ের সপ্রসারণ কর্মকর্তা আব্দুর রহিমসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং জেলার উদ্যোক্তাগন।

১০ দিনব্যাপী এ মেলার মেলার ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে তাদের পণ্য পদর্শণ ও বিক্রয় করবে।

উল্লেখ্য, মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ১০ মার্চ বিকেলে সমাপণী অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিক কর্মকর্তা মোঃ আবু হোসেন।

বিজনেস বাংলাদেশ/DS