চেষ্টার কমতি ছিল না বাংলাদেশের ব্যাটাদের। শেষ বল পর্যন্ত লড়েছেন তারা। তবে বিধি ছিল বাম। চার বলে ১০ রান বাকি থাকতে জাকের আলীর উইকেটের পতন হলে খেলা ঘুরে যায়। তবে, জেতার দুর্দান্ত পণ নিয়ে শ্রীলঙ্কার চোখে চোখ রেখে শেষ অবধি লড়েও হেরে গেল বাংলাদেশ।
মাহমুদউল্লাহ-জাকেররা নিজেদের উজাড় করে দিলেও বল হাতে আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। যার খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের। বাংলাদেশের সামনে জয়ের জন্য ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। বিশাল সংগ্রহের পিছু ছুটে বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ঘরের মাঠে লঙ্কানদের কাছে তিন রানে হারে বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























