০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

সড়কে ঝরল নারী-শিশুসহ ৭ প্রাণ

  • আবু জাফর
  • প্রকাশিত : ০৪:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • 244

পিরোজপুরে বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে হয়েছে। এতে মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা সাতজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে।

আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌনে ১২টায় পিরোজপুর থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস বালিপাড়ার উদ্দেশে যাওয়ার সময় বেলতলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সামনে থাকা অটোরিকশা ও মোটরসাইকেলে চাপা দেয়। ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত তিন জন গুরুতর আহত হয়েছে। বাসের চালক বাসটি রেখে পালিয়ে যায়।ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল এসে নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে যায়।

 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, নিহতদের লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। লাশগুলো এখন জেলা হাসপাতালের মর্গে রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে।তিনজনের লাশ সনাক্ত হয়েছে। বাস, অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডের নবাগত ইউএনও ফখরুল ইসলামের সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

সড়কে ঝরল নারী-শিশুসহ ৭ প্রাণ

প্রকাশিত : ০৪:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

পিরোজপুরে বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে হয়েছে। এতে মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা সাতজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে।

আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌনে ১২টায় পিরোজপুর থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস বালিপাড়ার উদ্দেশে যাওয়ার সময় বেলতলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সামনে থাকা অটোরিকশা ও মোটরসাইকেলে চাপা দেয়। ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত তিন জন গুরুতর আহত হয়েছে। বাসের চালক বাসটি রেখে পালিয়ে যায়।ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল এসে নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে যায়।

 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, নিহতদের লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। লাশগুলো এখন জেলা হাসপাতালের মর্গে রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে।তিনজনের লাশ সনাক্ত হয়েছে। বাস, অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।