১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

তাপপ্রবাহে শেকৃবিতে ক্লাশ শুরু সকাল ৮ টায়

ছবি সংগৃহীত

তাপপ্রবাহ চলাকালীন সকল ক্লাশ পরীক্ষা স্বশরীরে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন। তবে এ সময় ক্লাশ শুরু হবে সকাল ৮ টায়।

বুধবার (২৪ এপ্রিল) প্রতিটি অনুষদের ডিন স্বাক্ষরিত নতুন রুটিন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রুটিন অনুযায়ী সকল ক্লাশ সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা ১০ মিনিটে শেষ হয়ে যাবে। এ সময় পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৫ টা থেকে ৬ টা। পূর্বে ক্লাশ সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা এবং পরীক্ষা সকাল ৮ টা থেকে ৯ টায় অনুষ্ঠিত হতো। উক্ত রুটিন ২৮ এপ্রিল থেকে শুরু করে ৯ মে পর্যন্ত কার্যকর হবে।

এর আগে গত ২২ এপ্রিল (সোমবার) অনলাইনে একাডেমিক কার্যক্রম চালানোর জন্য প্রসাশন বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। স্মারকলিপিতে ক্লাশরুমে সাউন্ড সিস্টেম,শীতাতপের ব্যবস্থা এবং নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা শৌচাগার স্থাপনের দাবি পেশ করা হয়। এর ভিত্তিতে ২৩ এপ্রিল ক্লাশরুম পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব বিষয়ে অতি দ্রুত স্বিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে ৫৩ টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ আরও ১০ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে টানা তৃতীয় দফায় হিট এলার্ট জারি করেছে সংস্থাটি।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

ছলিমপুরে গণসংযোগে আসলাম চৌধূরীর স্ত্রী-কন্যা: নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের অঙ্গীকার

তাপপ্রবাহে শেকৃবিতে ক্লাশ শুরু সকাল ৮ টায়

প্রকাশিত : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

তাপপ্রবাহ চলাকালীন সকল ক্লাশ পরীক্ষা স্বশরীরে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন। তবে এ সময় ক্লাশ শুরু হবে সকাল ৮ টায়।

বুধবার (২৪ এপ্রিল) প্রতিটি অনুষদের ডিন স্বাক্ষরিত নতুন রুটিন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রুটিন অনুযায়ী সকল ক্লাশ সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা ১০ মিনিটে শেষ হয়ে যাবে। এ সময় পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৫ টা থেকে ৬ টা। পূর্বে ক্লাশ সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা এবং পরীক্ষা সকাল ৮ টা থেকে ৯ টায় অনুষ্ঠিত হতো। উক্ত রুটিন ২৮ এপ্রিল থেকে শুরু করে ৯ মে পর্যন্ত কার্যকর হবে।

এর আগে গত ২২ এপ্রিল (সোমবার) অনলাইনে একাডেমিক কার্যক্রম চালানোর জন্য প্রসাশন বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। স্মারকলিপিতে ক্লাশরুমে সাউন্ড সিস্টেম,শীতাতপের ব্যবস্থা এবং নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা শৌচাগার স্থাপনের দাবি পেশ করা হয়। এর ভিত্তিতে ২৩ এপ্রিল ক্লাশরুম পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব বিষয়ে অতি দ্রুত স্বিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে ৫৩ টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ আরও ১০ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে টানা তৃতীয় দফায় হিট এলার্ট জারি করেছে সংস্থাটি।

বিজনেস বাংলাদেশ/DS